বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

পাবনায় তাঁত ব্যবসায়ীকে হত্যা 

পাবনা প্রতিনিধি

পাবনায় তাঁত ব্যবসায়ীকে হত্যা 

পাবনায় পূর্ব শত্রুতার জেরে শরীর থেকে দুই পা বিছিন্ন করে এক তাঁত ব্যবসায়ীকে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা মোড়ে। 

পুলিশ জানায়, গত রোববার গভীর রাতে দূর্বৃত্তরা উক্ত তাঁত ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে শরীর থেকে তার দুটি পা বিছিন্ন করে হত্যা করে রেখে যায়। তবে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটানো হয়েছে বলে জানানো হয়েছে। 

এ ঘটনায় নিহত ব্যবসায়ীর শরীরের বিভিন্ন জায়গা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত তাঁত ব্যবসায়ীর নাম মো. ইলিয়াস (৩৭)।

টিএইচ